পথ যোগাযোগঃ
কুষ্টিয়া থেকে ৩০ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত ভেড়ামারা উপজেলা পরিষদ। ভেড়ামারা উপজেলা হতে রিক্সা বা ভ্যান যোগে ভেড়ামারা রেল স্টেশনে পৌছাতে হবে। এরপর রেল স্টেশনের পুর্বদিকে যেসকল সিএনজি বা অটোরিক্সা রয়েছে ঐ সকল সিএনজি বা অটোরিক্সায় উঠে বাহাদুরপুর ইউনিয়নে আসতে হবে।
ভেড়ামারা উপজেলা হইতে উত্তর পশ্চিম কর্নারে কুচিয়ামোড়া বাজার হইতে দুই শত মিটার উত্তরে পরানখালী অভিমুখী কুচিয়ামোড়া পান হাটের নিকট বাহাদুর পুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত। অত্র ইউপির অধিকাংশ রাস্তা পাকা বাকি গুলো হেয়ারিং আছে কয়েকটি রাস্তা কাচা তা অতি দ্রুত হেয়ারিং বা পাকা করার কাজ চলছে।
যোগাযোগঃ
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়,
ভেড়ামারা, কুষ্টিয়া ।
ফোনঃ
মোবা: 01740990422
ই-মেইলঃ bahadurpur50@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস