অত্যন্ত খেলাধুলা প্রিয় বাহাদুরপুর ইউনিয়নের জনসাধারণ। এখানে সারা বছর ধরে ক্রিকেট ও ফুটবল খেলার প্রতিযোগিতা চলে কুচিয়ামোড়া ফুটবল মাঠে । বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে ও স্থানীয় জনসাধারণ প্রতিনিয়ত খেলাধুলা করে। এছাড়াও ব্যাডমিন্টন, ভলিবল,হকি ইত্যাদি খেলা চালু রয়েছে।
জীবন নির্বাহের জন্য যেমন খাদ্যের প্রয়োজন তেমন চিত্ত বিনোদনের জন্য খেলাধুলা খুবই প্রয়োজন আর সেই খেলাধুলার জগতে বাহুবল জসগোষ্ঠির প্রচুর আগ্রহ লক্ষ্য করা যায় । প্রাচীন কাল থেকেই বিভিন্ন দিক থেকে অন্নুত ও অবহিত এই জনপথ ক্রীড়া জগতে অনেক সুনাম ও সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে । ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের আদিবাসী কুচিয়ামোড়া ফুটবল মাঠে অনুমান আশির দশকে ঝলক সংঘের মত ঐতিহ্যবাহী ক্লাবে নিয়মিতভাবে ফুটবল খেলে প্রচুর সুনাম অর্জন করতে সক্ষম হন। বাহুবলের বিভিন্ন অঞ্চলে অনেক সনামধন্য ফুটবল খেলোয়াড় ছিলেন যাদের কথা এখন আর কারো মনে পড়ে না । কুচিয়ামোড়া ফুটবল মাঠে নিয়মিতভাবে ফুটবল খেলা হয়, যাদের খেলা অত্যন্ত আকর্ষনীয়।
ভেড়ামারা উপজেলার ঐতিহ্য গত ভাবেই প্রাচীন দলীয় খেলা ও আধুনিক খেলাধুলা এবং ক্রীড়া কৌতুকের ধারক ও বাহক। আবহমানকাল থেকে এসব খেলাধুলা চলে আসছে। দলীয় খেলার মধ্যে, কাবাডি, হা-ডু-ডু, নৌকা বাইচ, সাঁতার, গোল্লাছুট, রাখালদের লড়ি খেলা, বউচী, ডাংগুলি, মার্বেল, লাঠি খেলা ঘুড়ি ওড়ানো, প্রভৃতি খেলা প্রচলিত রয়েছে। আধুনিক খেলাধুলার মধ্যে, ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবলসহ নানা ধরনের খেলা রয়েছে।
গ্রামিন খেলা।
১। হাডুডু।
২। দাড়িয়াবান্দা
৩। গোল্লাছুট
৪। কানামাছি
৫। সাতচাড়া। এছাড়া
১। ক্রিকেট ও ফুটবল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস