Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
রায়টা পাথর ঘাট
বিস্তারিত

 ভেড়ামারার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা  পাথর ঘাট নানা কারণেই ভেড়ামারা স্বাধীনতা পূর্ব সময় থেকেই তার আপন আলোয় বিখ্যাত। এর কারণ ভেড়ামারার তাপ বিদ্যুত কেন্দ্র দেশের তাপ বিদ্যুত কেন্দ্র গুলির অন্যতম। ভেড়ামারা রেল স্টেশনটি রেল জংশন ছিল। এখন ও সারা বাংলাদেশের যে কোন জায়গায় ভেড়ামারা থেকে ট্রেনে করে যাওয়া যায়। বাস যোগাযোগ তো আছেই। আর নদী পথ? উন্মত্ত পদ্মার তীরেই ভেড়ামারার অবস্থান। দেশের উত্তর ও দক্ষিণের মধ্যে সেতু বন্ধন তৈরী করেছে ভেড়ামারার হার্ডিংস ব্রীজ। ভেড়ামারা শহর থেকে ২২ কিমি পুর্বে জেলা শহর কুষ্টিয়া। আর ১৫ কিমি পশ্চিমে রায়টা পাথর ঘাট। এখান থেকে ৭০”এর দশকেও কলকাতার সাথে সরাসরি যোগাযোগ ছিল। পদ্মার গর্জন তখন আকাশ চুম্বী। বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথর ঘাট একটি ঐতিয্যবাহী স্খান । এখানে বর্ষা মৌসুমে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এটি একটি বিখ্যাত এলাকা। ব্রিটিশ আমলে রায়টা পাথর ঘাট তৈরী করা হয়।